গুজব এভাবেই রটে...
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ছবির দুটো মানুষের সাথে কোন রক্তের সম্পর্ক নেই। তারা বাবা-ছেলেও নন।
ছবিতে যে মানুষটি স্যালুট দিচ্ছেন তিনি লিটন নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। সমাবর্তনকালীন একজন রিকশাওয়ালা তাদের দিকে তাকিয়ে ছিলেন। এটি দেখে লিটন এসে তার গাউনটি এই রিকশাচালক চাচাকে পরিয়ে দেন। আর সম্মান করে তাকে একটা স্যালুট ঠুকেন। এটা লিটনের সৌজন্যবোধ, বিনয়, একজন বাবারূপি বৃদ্ধের প্রতি একজন সন্তানের ভালবাসা।
ফটোগ্রাফার শাহরিয়ার সে মুহূর্তটি ক্যামেরাবন্দী করেছেন।
ঘটনা এটুকুই।
অথচ মনের মাধুরী মিশিয়ে ছবিটি পোস্ট দিয়ে অনেকেই বলছেন- রিকশাচালক আর লিটনের সম্পর্ক বাবা-ছেলে। বেশি সচেতনরাই এমন গল্প বানাতে ভালোবাসেন.....সব সময়.....
লেখক: আসাদুল হক খোকন,
ফেসবুক পোস্ট থেকে নেয়া