NewsOne24

সেই তারেক সাঈদের দেহরক্ষী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আল-আমিন শরীফকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শরীফ লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের দেহরক্ষী ছিলেন।

মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে বরিশাল বাকেরগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেফতার করে। আল-আমিন বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠীর খালেক শরীফের ছেলে।

সাত খুনের ঘটনার আগে আল-আমিনকে সেনাবাহিনী থেকে র‌্যাবে বদলি করা হয়। সাত খুনের ঘটনার সময় নারায়ণগঞ্জ র‌্যাবে কর্মরত (পরে চাকরিচ্যুত) লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের দেহরক্ষীর দায়িত্বে ছিলেন আল-আমিন।

বাকেরগঞ্জ থানার ওসি মো. মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের সাত খুন মামলায় আল-আমিন শরীফের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। একটি হত্যা ও অপরটি অপহরণ মামলা। হত্যা মামলায় মৃত্যুদণ্ড এবং অপহরণ মামলায় ৩৪ বছরের সাজা পরোয়ানা রয়েছে আল-আমিনের বিরুদ্ধে।

নারায়ণগঞ্জে সেভেন মার্ডার মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত হওয়ার আগে থেকেই পালিয়ে ছিলেন আল-আমিন শরীফ। ওই মামলায় রায় ঘোষণার পর সংশ্লিষ্ট আদালত থেকে একটি গ্রেফতারি পরোয়ানা বাকেরগঞ্জ থানায় আসে। ওই গ্রেফতারি পরোয়ানা বলে গত মঙ্গলবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

২০১৭ সালের ১৬ জানুয়ারি তৎকালীন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আলোচিত সাত খুন মামলায় রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পলাতক ছিলেন আল-আমিন শরীফ।

২০১৪ সালের ২৭ এপ্রিল বেলা দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে ছয়টি মৃতদেহ, পরদিন মেলে আরেকটি মৃতদেহ। নিহত বাকিরা হলেন- নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম ও চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম।

নিউজওয়ান২৪/এমএস