NewsOne24

‘চরিত্রহীন’ কী আসলেই চরিত্রহীন?

শোবিজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:৩০ এএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে সদ্য মুক্তি পেয়েছে ‘চরিত্রহীন’-এর ট্রেলার। পরিচালক দেবালয় ভট্টাচার্যের এই সিনেমাটি মুক্তির পর পরই তৈরি করেছে নানা বিতর্ক। যদিও এই ছবিতে যৌনতা এসেছে একেবারে স্বাভাবিক নিয়মে, তারপরও তা নিয়েই যত বিতর্ক।

এটা কি পর্ন ওয়েব সিরিজ? ‘চরিত্রহীন’-এর ট্রেলার মুক্তির পর থেকে দর্শকদের মুখে মুখে এখন এই একটাই প্রশ্ন। যার রেশ কাটতে না কাটতে এবার প্রকাশ করা হলো ‘কারতা রাধিকা’ শিরোনামে ওয়েব সিরিজটির একটি গান। 

যেখানেও শুরু থেকে শেষ পর্যন্ত গানের পরতে পরতে সেক্স, নেশা আর হিংসায় ভরপুর। ফলে দর্শকদের যে আশঙ্কা ছিল এই গানটি প্রকাশের পর সেটাকে আরো উসকে দিল। 

যদিও ছবির কলাকুশলীদের মতে, চরিত্রহীন দেখলেই দর্শক বুঝতে পারবেন, এটা কোনো পর্ন ওয়েব সিরিজ নয়। অযথা যৌনতা নিয়ে বাড়াবাড়ি করা হয়নি। শরৎচন্দ্রের চরিত্রহীন গল্পের প্রেক্ষাপট ১৯০০ এর দশক। এই কাহিনী দু’জন নায়িকা। সাভিত্রী ও কিরণমযয়ি।

এছাড়া রয়েছে সুবলা ও সরোজিনী। এই চার নারীর কথা নিয়েই তৈরি ‘চরিত্রহীন’। যা বইয়ের পাতা থেকে এখন দেখা যাবে ওয়েবের পর্দায়। যেখানে অভিনয় করছেন সোহিনি ঘোষ, সৌরভ দাস, গৌরব চট্টোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী, নয়না ছাড়া আরো অনেকে।