কুমিল্লায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:১৫ এএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত
কুমিল্লার বুড়িচং এ সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে ইব্রাহিম খলিল নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ সময় ঘটনায় নিহতের ছেলে ডিএমপিতে কর্মরত পুলিশের এসআই এরশাদসহ আরো ১৫ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপুরে গোবিন্দপুর গ্রামের অহিদ মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই ইব্রাহিম খলিলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় আহত অবস্থায় ইব্রাহিমকে প্রথমে ময়নামতি জেনারেল হাসপাতাল এবং পরে কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজওয়ান২৪/এএস