NewsOne24

নারায়ণগঞ্জে ভুয়া এএসপি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের চিটাগাং রোডে অভিযান চালিয়ে ভুয়া এএসপি পরিচয়দানকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার র‌্যাব-১১ এর এএসপি নাজমুল হাসান এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ভুয়া এএসপি পরিচয় দেয়া সজিবকে (২৯) আটক করা হয়।

এ সময় সজিবের কাছ থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, বিপুল পরিমাণ পুলিশের ভিজিটিং কার্ড, পুলিশ ও র‌্যাবের ইউনিফর্ম পরিহিত ছবি উদ্ধার করা হয়। এছাড়া এএসপি সজিব নাম সম্বলিত পরিচয়দানকারী দাওয়াত কার্ড ও ৩ টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

নাজমুল হাসান জানান, সজিব পেশাদার সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। নিজের এলাকাতেও প্রতারক হিসেবে পরিচিত। সে প্রতারণা করে ৯টি বিয়েও করেছেন। র‌্যাবের এএসপি পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে মামলার তদবির, আসামি ছাড়ানোর জন্য টাকা নেয়াসহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করে আসছিল।

তিনি আরো জানান, ভিকটিমদের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য সে বিশেষ কৌশলের আশ্রয় নিতো। সে তার মোবাইলে ফটোশপের মাধ্যমে পুলিশ ও র‌্যাবের বিভিন্ন উচ্চপদস্ত কর্মকর্তার ছবির সঙ্গে তার নিজের ছবি জুড়ে দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করত। এমন কি প্রধানমন্ত্রী তাকে রাষ্ট্রীয় পদক পরিয়ে দিচ্ছেন এমন একটি ভুয়া ছবিও তার মোবাইলে পাওয়া যায়।

প্রতারণার জন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে তাকে মিটিংরত অবস্থায়, পুলিশের ট্রেনিংরত অবস্থার ভুয়া ছবিও সে ব্যবহার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান এএসপি।

নিউজওয়ান২৪/এমএস