NewsOne24

প্রবাসী আয়ে সুবাতাস বইছে

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশর আয়ের অন্যতম উৎস রেমিটেন্স বা প্রবাসী আয়। বর্তমানে এক কোটির বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। মাঝখানে মন্দা গেলেও এখন আবার প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সুবাতাস বইছে।

সরকার ও বাংলাদেশ ব্যাংক হুন্ডি রোধে বেশকিছু উদ্যোগ নেয়ায় বৈধ তথা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসা বেড়েছে। প্রবাসীরা আগের চেয়ে বেশি টাকা দেশে পাঠাচ্ছেন। গত বছর রেমিটেন্স বেড়েছিল প্রায় ১৭ শতাংশ। চলতি ২০১৮-১৯ অর্থবছরেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশে রেমিটেন্স এসেছে ৩৮৫ কোটি ডলারের মতো। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৪ শতাংশ বেশি। গত বছরের এই প্রান্তিকে ৩৩৮ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

এদিকে সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে ১১২ কোটি ৭৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এই অংক গত বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে প্রায় ৩২ শতাংশ বেশি।

অর্থ বিশ্লেষকরা বলছেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ইতিবাচক উদ্যোগের কারণে রেমিটেন্স বেড়েছে। তবে সরকারকে এ ধারা অব্যাহত রাখতে হলে যারা কাজের বিদেশ যাচ্ছেন তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, স্থানীয় বাজারে ডলারের তেজিভাব এবং হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে গত অর্থবছর রেমিটেন্স বাড়ে। গত ২০১৭-১৮ অর্থবছর শেষ হয় ১৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে।

বর্তমানে এক কোটির বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের পাঠানো অর্থ বাংলাদেশে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বাংলাদেশের জিডিপিতে যার অবদান প্রায় ১২ শতাংশ।

নিউজওয়ান২৪/এএস