সামান্য চিংড়ির জন্য ভাঙচুর করা সেই বরকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:১৭ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার

ফাইল ছবি
বিয়ের অনুষ্ঠানে চিংড়ি মাছ না পেয়ে ভাঙচুর ও নববধূকে নিয়ে বিয়ের আসর ত্যাগ করা সেই বরকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করেছে গ্রাম্য শালিসি বৈঠক। একই সঙ্গে বর আলমগীরকে ক্ষমা চেয়ে নববধূকে ঘরে তুলে নেয়ার সিদ্ধান্ত দিয়েছে শালিসকারিরা।
সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা ধরে দুই পরিবার ও স্থানীয় দুই চেয়ারম্যানের মধ্যস্থতায় শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়।
দুই পক্ষের বক্তব্যের পর বরপক্ষ ক্ষমা চেয়ে কনেকে ঘরে তুলে নেয়ার সিদ্ধান্তের কথা জানায়।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর জেলার আনোয়ারা উপজেলার ১১ নম্বর জুঁইদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর খুরুস্কুল গ্রামের হাজীবাড়ীর আবদুল মোনাফের ছেলে মোহাম্মদ আলমগীরের (৩০) সঙ্গে একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামের ব্যবসায়ীর কন্যা শারমিন আকতারের বিবাহ-উত্তর অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে চিংড়ি মাছ না পেয়ে ক্ষুব্ধ বরের বিরুদ্ধে বিয়ে ভেঙে দেয়ার অভিযোগ উঠে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বটতলী বাজারের আলভী ম্যারেজ গার্ডেনে এই ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ওসি তদন্ত মাহমুব মিল্কী বিষয়টি নিশ্চিত করে জানান, তুচ্ছ বিষয় নিয়ে বরের একগুঁয়েমির কারণে বিয়েটি ভেঙে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে তা সামাজিকভাবে মিমাংসা করে সম্পর্কটা টিকিয়ে রাখতে স্থানীয় চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছিল।
সে মতে সোমবার সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় শালিসি বৈঠক। বটতলী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী জানান, আমরা শালিসি বৈঠকে উভয়পক্ষের মতামতের ভিত্তিতে বর-কনেকে মিলিয়ে দিয়েছি। তবে বিয়ের অনুষ্ঠানে বরের উচ্ছৃঙ্খল আচরণের জন্য বর আলমগীরকে ৩ লাখ টাকা কনের একাউন্টে জমা দিয়ে ঘরে তুলে নিতে বলেছি। তারা সে সিদ্ধান্ত মেনে নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিবাহ অনুষ্ঠানে বরকে চিংড়ি মাছ না দেয়ায় বর ক্ষীপ্ত হয়ে টেবিল উল্টে দেয় এবং ভাঙচুর করে। এসময় কনে পক্ষের লোক শান্ত হতে বললে বর আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। এ সময় বর বিয়ে ভেঙে দেন। পরে বর ও তার আত্মীয়-স্বজনরা পালিয়ে যেতে চাইলে কনে পক্ষ আটকে রাখে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।
এ ব্যাপারে কনের বাবা বলেন, সামান্য চিংড়ি মাছের জন্য যে ছেলে বিয়ের আসরে বি-শৃঙ্খলা সৃষ্টি করতে পারে, সে ভবিষ্যতে আমার মেয়েকে অত্যাচার করবে না তার গ্যারান্টি কী আছে?
নিউজওয়ান২৪/টিআর