NewsOne24

হাতিরঝিলের মামলায় বিএনপির ৭ নেতার আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

হাতিরঝিল থানার নাশকতার মামলায় পুলিশ প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ড. মঈন খানসহ বিএনপির ৭ শীর্ষ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার সকালে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ পুলিশ তাদের জামিন দেন। 

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। 

বিএনপির অন্যান্য নেতারা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

১ অক্টোবর হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে এ মামলা হয়।

নিউজওয়ান২৪/টিআর