NewsOne24

প্রেসক্রিপশনের কিছু সাংকেতিক শব্দ...

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:২৩ এএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

 

আমরা ডাক্তারের কাছে গেলে যে পেসক্রিপশন দেয়া হয় তাতে বেশ কিছু সাংকেতিক শব্দ বা অক্ষর ব্যবহার করা হয়।

এই সংকেত বা সাংকেতিক রুপগুলোর পরিপুর্ন রুপ হয়ত আমরা অনেকেই জানিনা। চলুন তবে আজ কোন সংকেত দ্বারা কি বোঝানো হয় তা জেনে নেই-

Rx-প্রেসক্রিপশন করা হলো।

a,c-খাওয়ার আগে ।

b,d-দিনে দুইবার।

aq-পানি।

c,c-সহিত।

H,S-শোবার সময়।

o,D-ডান চোখ।

o,L-বাম চোখ।

p,c-খাওয়ার পরে।

q,i,d-দিনে চার বার।

T,i,d-দিনে তিন বার।

In,d-দৈনিক।

Non-না।

stat-একবারে।

IIV-মাংসে।

IV-শিরায়।

noctis-রাত্রি কালে।

P,r,n- অবস্থার পরিপেক্ষিতে।

s,s ss-অর্ধেক।

Ung-অয়েন্ট মেন্ট।

Caps-ক্যাপসুল।

Syp-সিরাপ।

gtt-ফোটা।

SOS-যখন প্রয়োজন হবে।

BP-ব্লাড প্রেসার।

NAD- লক্ষ্যনীয় অসুস্থতা নেই।

Temp-তাপ।

Puls-হাতের নাড়ী।

L,M,P-র্সব ঋতুস্রাবের প্রথম দিন।

E,D,D-প্রত্যাশিত প্রসবের দিন।

Tsp- চা চামচ পূর্ণ।

extervse only-শুধুমাত্র বাহ্যিক ব্যবহার।

নিউজওয়ান২৪/আরএডব্লিউ