সাংবাদিক জামাল হত্যা মামলার আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:১৩ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

যশোরে শার্শা উপজেলার কাশিপুর বাজার থেকে মঙ্গলবার ভোরে সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার রাজু মল্লিক শার্শার কাশিপুর গ্রামের শমসের মোড়লের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় দশটি মামলা রয়েছে।
শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এসআই লুৎফর রহমান বলেন- রাজু সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি।মামলা মাথায় নিয়েই সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল।
এলাকায় ফিরে আসার গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। এ সময় রাজুর কাছ থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল উদ্দিন ২০১২ সালের ১৫ রাতে জুন রাতে দুর্বৃত্তদের হাতে খুন হন। এ ঘটনায় সাতজনকে আসামিকে মামলা করা হয়।
মামলার এজাহারে বলা হয়, মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় জামালকে হত্যার হুমকি দেয়া হয়। পরে শার্শার কাশিপুর বাজারে তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে দুর্বৃত্তরা জামালকে কুপিয়ে হত্যা করে। হত্যার সময় তার চোখও উপড়ে ফেলা হয়।
নিউজওয়ান২৪/আরাওডব্লিউ