NewsOne24

রাজধানীতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:২৪ এএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ছবি: মো. রাকিবুল হাসান রাকিব

ছবি: মো. রাকিবুল হাসান রাকিব

 

রাজধানীর শাহ আলীর বিসিআইসি কলেজের এক শিক্ষার্থীর রহস্যসনক মৃত্যু হয়েছে।

সোমবার রাতে মিরপুরের শাহ আলী চিড়িয়াখানা রোড এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. রাকিবুল হাসান রাকিব বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।

রাকিব ঠাকুরগাও সদরের হরিপুর গ্রামের মো. ওসমান আলী’র ছেলে। তিনি পশ্চিম রাজাবাজারে থাকতেন।

তার রুমম্যাট আল আমিন ডেইলি বাংলাদেশকে বলেন, শুভ নামে তাদের এক বন্ধু তাকে মোবাইলে জানান, রাকিবকে কলেজের সামনে অচেতন অবস্থায় পাওয়া গেছে। পরে তাকে দ্রুত সমরিতা হাসপাতালে নিয়ে গেলে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডেকেলে নিয়ে যেতে পরমর্শ দেন। রাত সাড়ে দশটার দিকে তাকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কি কারণে তিনি কলেজের সামনে অচেতন হয়েছিলেন এমন প্রশ্নে আল আমিন বলেন, আমি রাকিবকে দেখে ও শুভর সঙ্গে কথা বলার পর ধারণা করছি, তাকে কেউ চেতনানাশক জাতীয কিছু খাইয়েছে।

শাহ আলী থানার এএসআই এনামূল বলেন, মেডিকেল থেকে আমরা প্রথম খবর পাই। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের স্বজনরা রাত দেড়টার দিকে থানায় এসেছেন। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে কি কারণে তার মৃত্যু হলো এ বিষয়ে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল কারণ জানা যাবে।

নিউজওয়ান২৪/আরএডব্লিউ