সাংবাদিক রাজু হত্যা মামলার আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৪৯ এএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি
যশোরের শার্শা সীমান্তে রাজু মল্লিক (৪০) নামের এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়...
গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শার্শার কাশিপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজু শার্শার ডিহী ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত শমসের মোড়লের ছেলে। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি।
পুলিশ জানায়, সাংবাদিক জামাল হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি রাজু এলাকায় অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
নিউজওয়ান২৪/এএমএস