NewsOne24

এসিতে স্বস্তি, এসিতেই ক্ষতি!

লাইফস্টাইল ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:০১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

সারাদিন এয়ারকন্ডিশন (এসি) ঘরে থাকছেন? রাতে ফিরেই ঘরের এসি ছেড়ে দিচ্ছেন? তাহলে জেনে নিন কী কী ক্ষতি হচ্ছে এতে আপনার-

শ্বাসকষ্ট: দিনের বেশিরভাগ সময় শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে বিভিন্ন শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। এসি শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণকে বাড়িয়ে দিতে পারে।

চোখের সমস্যা: এয়ারকন্ডিশনার চোখের সমস্যা বাড়িয়ে দিতে পারে। যেমন, কনজাংটিভাইটিস। এছাড়া যারা চোখে লেন্স ব্যবহার করেন, তারাও সমস্যায় ভূগতে পারেন।

ত্বক শুষ্ক হয়ে যাওয়া: বেশিড়ভাগ সময় এয়ারকন্ডিশনড পরিবেশে থাকলে ত্বক তার আর্দ্রতা হারিয়ে ফেলে। এ সময় প্রচুর পানি খেতে হবে এবং লোশন বা তেল জাতীয় পদার্থ ব্যবহার করতে হবে।

এ ছাড়াও এয়ারকন্ডিশনার বেশ কিছু রোগের প্রকোপকে বাড়িয়ে দেয়। যেমন, ব্লাড প্রেসার, আর্থাইটিস, বিভিন্ন ধরণের স্নায়ুর সমস্যা ইত্যাদি।

আবার অনেকের অ্যালার্জির সমস্যাও মারাত্নক আকার ধারণ করতে পারে।

নিউজওয়ান২৪/জেডএস