ছোট ভাইকে জবাই করে পলাতক বড় ভাই
গেরামের খবর ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৫১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রোববার | আপডেট: ১০:৫২ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফে পরকীয়ার জের ধরে ছোট ভাই মোহাম্মদ ইসমাইলকে জবাই করে হত্যা করেছে বড় ভাই। আজ (রোববার) ভোরে এ হত্যার ঘটনা ঘটে। এর পর থেকে অভিযুক্ত বড় ভাই ফরিদ আহমদ পলাতক রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ আহমদ সৌদি প্রবাসী ছিলেন। ফলে তার স্ত্রীর সঙ্গে দেবর নিহত ইসমাইলের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। তিনি দেশে ফিরে তাদের পরকীয়ার বিষয়টি জানতে পারেন।
ধারণা করা হচ্ছে, এ ঘটনা জানার পর রোববার ভোরে ফরিদ-ইসমাঈলকে জবাই করে হত্যার পর পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি জানান, হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত করার পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।
নিউজওয়ান২৪/জেডএস