রিমুভারের বিকল্প...
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৪০ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রোববার | আপডেট: ১০:৪১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রোববার

নেইলপলিশ আপনার নখের সৌন্দর্য্য বাড়িয়ে ফ্যাশনে আপনাকে আরো আকর্ষণীয় করে তুলতে সক্ষম।
লাল, নীল, গোলাপী, সাদা নানান রঙের এই অনুষঙ্গ দিয়ে নখ সাজাতে ভারী ভালো লাগে নারীদের।
তবে এই রঙ বদলাতে গিয়ে যদি দেখেন রিমুভারটি শেষ! তখন কি করবেন? চলুন জেনে নেই...
নেইলপলিশ তুলতে রিমুভারের বিকল্প হতে পারে টুথপেষ্ট। মিন্ট হলে আরো ভালো হয়। পুরনো টুথব্রাশ ভিজিয়ে এতে টুথপেষ্ট নিয়ে ঘষে নেইলপলিশ উঠিয়ে ফেলা যায়। নখে টুথপেস্ট ব্যবহারে নখের হলদে ভাবও দূর হয়। তাহলে আর দেরি কেনো দাঁতের পাশাপাশি নখের যত্নেও কাজে লাগান টুথপেস্টকে।
নখের নেইলপলিশ তুলতে ব্যবহার করতে পারেন ডিওডোরেন্ট। নখে ডিওডোরেন্ট লাগিয়ে তুলা দিয়ে ঘষে তুলে ফেলুন নেইলপলিশ। যা কাজ করবে রিমুভারের মতোই। তবে আপনি চাইলে ব্যবহার করতে পারেন অন্য কোনো পারফিউমও। খেয়াল রাখবেন ডিওডোরেন্ট বা পারফিউম যাই ব্যবহার করেন না কেন তা ভেজা থাকতে থাকতেই তুলায় ঘষে তুলে ফেলতে হবে, শুকিয়ে গেলে কিন্তু উঠবে না।
আবার চাইলে ব্যবহার করতে পারেন হার্ডস্প্রে বা হেয়ার স্প্রেও। এগুলোও পারফিউম বা ডিওডোরেন্টের মতো নখে স্প্রে করুন। আর পাতলা কাপড় বা টিস্যু অথবা তুলা দিয়ে ঘষে তুলে ফেলুন। হ্যান্ড স্যানিটাইজারও রিমুভারের বিকল্প হিসেবে ভালো কাজ করে। অনেক ক্ষেত্রে এটি রিমুভারের চেয়ে ভালো ও দ্রুত কাজ করে। তাই এখন থেকে ঘরে রিমুভার না থাকলেও নিশ্চিন্তে নখে দিন প্রিয় নেইলপলিশটি।
নিউজওয়ান২৪/আরএডব্লিউ