NewsOne24

কলেজছাত্রীকে লাঞ্ছিত করায় ছাত্রের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে এক কলেজছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে এক ছাত্রকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আখঞ্জি এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হৃদয় আহমেদ জনাব আলী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার জাতুকর্ণ পাড়ার আবু ছালেক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সুফিয়া-মতিন কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী সকাল ১০টার দিকে কলেজের যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। সে জনাব আলী সরকারি কলেজের সামনে পৌঁছালে হৃদয় তার পথরোধ করে প্রেম নিবেদন করে। কিন্তু ওই ছাত্রী রাজি না হলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে হৃদয়।

এসময় স্থানীয়রা হৃদয়কে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারদণ্ড দেয়।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজওয়ান২৪/টিআর