সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০২:৫৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি
মাদারীপুরে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্য হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলা শহরের পাকদী এলাকার হাবিবুর রহমান মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের সিরাজুল মাতুব্বর (২৯) ও ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের সুমন মাতুব্বর (২২)।
মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শহরের পাকদী এলাকার হাবিবুর রহমান মোল্লার বাড়িতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে যায় শ্রমিক সিরাজুল মাতুব্বর। পরে সে ফিরে না আসায় আরেক শ্রমিক সুমন মাতুব্বর সেপটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করে। এ সময় সেও অসুস্থ হয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিউজওয়ান২৪