NewsOne24

মানিকগঞ্জে ট্রাকচাপায় শ্রমিক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১০:১১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ১০:১৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাক মেরামত করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে হাসান (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায়। গোলড়া বাসস্ট্যান্ডে ফরহাদ মিস্ত্রির গ্যারেজে কাজ করতেন হাসান।

গোলড়া বাসস্ট্যান্ড এলাকার এক ব্যবসায়ী জানান, রাতে পণ্যবোঝাই একটি ট্রাক জগের মাধ্যমে উঁচু করে ট্রাকের নিচে মেরামতের কাজ শুরু করেন হাসান। এর কিছুক্ষণ পর হুট করে জগের বাতাস বের হয়ে ট্রাক নিচু হতে শুরু করে। টের পেয়ে হাসান কাজ বাদ দিয়ে দ্রুত ট্রাকের নিচ থেকে বের হয়ে দূরে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এসময় পণ্যবোঝাই ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে হাসানের লাশটি উদ্ধার করা হয়েছে।

নিউজওয়ান২৪