কিনতেই লাগবে ২ হাজার ৮৯৯ ডলার!
কুকুরের এত দাম!
বিজ্ঞান ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:২১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
ফাইল ছবি
রোবট কুকুরের! নাম শুনে আশ্চর্য হচ্ছেন? হওয়ারই কথা। হুম! সনি তৈরি করেছে এই রোবট কুকুর। যার একটি কিনতে খরচ হবে ২ হাজার ৮৯৯ ডলার। কিন্তু, কী এমন বিশেষত্ব এই কুকুরের?
প্রযুক্তিভিত্তিক সাইট টেকটাইমসের তথ্য অনুযায়ী, সনির রোবট কুকুর আইবো জাপানে অবমুক্ত করা হয়েছে বছরখানেক আগেই। কিন্তু যুক্তরাষ্ট্রে আইবো’র যে সংস্করণটি বিক্রি হবে তা আরো উন্নত ও আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ।
নিউইয়র্কে সম্প্রতি নিজেদের প্রধান কার্যালয়ে ছোট একটি প্রেস কনফারেন্সে আইবো আনার কথা জানিয়েছে সনি। সনির দেয়া তথ্য অনুযায়ী, ক্যামেরা, মাইক্রোফোন, সেন্সর ও একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ চিপের সাহায্যে আসল কুকুরের মতোই আচরণ করতে পারবে রোবট কুকুর আইবো। যেমন, পরিবারের সদস্যদের সবাইকে চিনে রাখা, আদেশ দিলে তা শোনা, জায়গা মনে রাখা, বাঁধা এড়িয়ে চলাফেরা ইত্যাদি।
এছাড়া পরিবারের সদস্যদের আচার আচরণ ও মালিকের পছন্দ মতো নিজস্ব আচরণবিধি গড়ে তুলবে এই কুকুর। আইবো নিজের সব স্মৃতি জমা রাখবে সনি এআই ক্লাউড সেবায়। রোবটটি কিনলে তিন বছরের জন্য সনি এআই ক্লাউড সেবা বিনামূল্যে পাবেন গ্রাহক।
তাছাড়া ০তিন বছর পার হওয়ার পর থেকে আইবোর মেমরির জন্য ক্লাউডে জায়গা কিনতে হবে গ্রাহকদের।
নিউজওয়ান২৪/জেডএস