খাগড়াছড়িতে বাস উল্টে আহত ২০
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৯:০৬ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৯:০৮ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি
খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের আলুটিলায় বাস উল্টে ২০ জন আহত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনায় আহতদের অধিকাংশই আলুটিলা ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান শেষে ফিরছিল।
পুলিশ ও আহত বাসযাত্রীরা জানায়, লোকাল বাসটি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে আসছিল। আলুটিলা থেকে তারা বাসে ওঠে। বাসটি কিছুদূর এগিয়ে পাহাড়ের মোড় ঘুরতেই উল্টে যায়। এ সময় অন্য গাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করে। পরে পুলিশ তাদের খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে ১৪ জনকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
নিউজওয়ান২৪/আরএডব্লিউ