চার উইকেট হারিয়ে হঠাৎ বেকায়দায় টাইগাররা
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৭:২৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৭:২৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
ফাইল ছবি
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে টাইগাররা। শুরুটা দুর্দান্ত হলেও। মেহেদি হাসান মিরাজ ব্যক্তিগত ৩২ রানে যাদবের বলে রাউডুর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তার পরিবর্তে নামেন ইম্রুল কায়েস। তিনিও মাত্র ২ রান করে চাহালের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। মাঠে নামেন মুশফিকুর রহিম। তিনিও মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন। মাঠে নামেন মোহাম্মাদ মিথুন। তিনিও লিটনের সঙ্গে ভুল বোঝাবোঝিতে তিনিও রান আউট হয়ে ফিরে যান সাজঘরে। মাঠে নেমেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
এ সংবাদ লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৩৯ রান।
এর আগে এশিয়া কাপের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।
দুবাই স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মমিনুল হকের পরিবর্তে সেরা একাদশে ঢুকেছেন বাঁহাতি স্পিনার নাজমুল অপু। অন্যদিকে পাঁচ পরিবর্তন নিয়ে ফাইনালে নেমেছে ভারত।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মাদ মিথুন, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আমবাতি রাউডু, মহেন্দ্র ধোনি, দীনেশ কার্তিক, কেদার যাদব, রাবিদ্র জাদেজা, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, জাসপ্রীত বুমরাহ।
টানা দ্বিতীয়বার এবং সর্বমোট তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। ভারত এর আগে ৬বার শিরোপা জিতেছে। অন্যদিকে বাংলাদেশের সামনে প্রথমবারের মতো শিরোপা জেতার সুযোগ এই ম্যাচে।
নিউজওয়ান২৪/টিআর