আম্পায়ারিং প্রসঙ্গ
কারা থাকছেন আজকের ফাইনালে?
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৫:১৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৮:৫৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
ফাইল ছবি
মনে আছে ২০১৬ টি-টোয়েন্টি এশিয়া কাপের কথা? নিশ্চয় ওই সময়ের কথা স্মরণ করে শঙ্কিত হচ্ছেন? হওয়ারই কথা। আবারো বিতর্কিত সেই আম্পায়ারিং এবারের এশিয়া কাপেও দেখা যাবে না তো? প্রতিপক্ষ যেহেতু ভারত তাই একটু চিন্তা থেকেই যায় মনে মনে!
তবে এবারের ম্যাচ অফিসিয়ালদের তালিকায় যে নামগুলো আম্পায়ারিং আছে তাতে আপাতত শঙ্কার কিছু নেই। দেখে নেয়া যাক হাইভোল্টেজ ম্যাচটিতে এর ভূমিকায় কে কে থাকছেন।
ফিল্ড আম্পায়ার, দক্ষিণ আফ্রিকান ম্যারিয়াস এরাসমাস। অপর আম্পায়ার এখনো নির্ধারিত হয়নি।
এদিকে, সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ম্যারিয়াস এরাসমাস আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন ২০০৬ সালে। টেস্ট ক্রিকেটে এই পর্যন্ত ৫১টি, ওয়ানডেতে ৮০টি ও ২৬টি টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন তিনি।
থার্ড আম্পায়ার, রড টাকার। ম্যাচ রেফারি, ডেভিড বুন।
উল্লেখ্য, ২০১৫ বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে কলঙ্কিত সেই আম্পায়ারিংয়ের ম্যাচে ফিল্ড আম্পায়ার ছিলেন আলীম দার ও ইয়ান গোল্ড। থার্ড আম্পায়ার ছিলেন স্টিভ ডেভিস আর ম্যাচ রেফারি ছিলেন রোশন মহানামা।
নিউজওয়ান২৪/জেডএস