NewsOne24

আর একটু দেরি হলেই সাকিবের আঙ্গুল...

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৪:০৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

সাকিব আল হাসান। ব্যাট হাতে করেছেন রান আর বল হাতে তুলে নিয়েছেন সেট ব্যাটসম্যানের উইকেট। বাংলাদেশের জন্য ছিলো তার নিবেদিত প্রাণ। তবুও তাকে নিয়ে সমালোচনার যেন কমতি ছিল না। কখনো পেয়েছেন বেয়াদবির তখমা আবার কখনো শুনতে হয়েছে ‘ঘাড় ত্যাড়া’।

কিন্তু তিনি যে এক বিরাট বিপদ থেকে বেচেঁ গেছেন তা হয়তোবা আমরা কেউ জানি না। এদিকে ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারিনি বাংলাদেশের এ অলরাউন্ডার। আর তখনই শুরু হয়ে যায় তাকে নিয়ে কানাঘুষা।

কেউ কেউ বলেন মাঠে সাকিব গা বাঁচিয়ে খেলেন, আর কেউ এটা বলতেও কম যায় না যে, সাকিব ন্যাশনাল টিমের জার্সির চাইতে ফ্র্যাঞ্চাইজির জার্সি পড়ে ভাল পারফরম্যান্স করে।

কিন্তু আমাদের এই হাজারো অজুত-নিযুত মনগড়া বক্তব্য যে কঠিন বাস্তবকেও হার মানায়। কেননা আর একটু দেরি হলেই হয়তো বল হাতে মাঠে আর কখনই দেখা যেত না সাকিবকে।

কেননা যে আঙ্গুলের ব্যাথা নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলেননি এ অলরাউন্ডার সেই আঙ্গুলই বেইমানি করতে শুরু করেছিলো তার সঙ্গে। আঙ্গুলের ব্যাথা বাড়ার কারণে তাৎক্ষনিক রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। আর সেখানে চিকিৎসক তার হাতের অবস্থা দেখে বিস্মিত হয়ে যান।

কেননা সাকিবেরে আঙ্গুলের ইনফেকশন সারাতে পুঁজ অপসারন করাতে হয়। আর সেটার পরিমান ছিলো ৬০ থেকে ৭০ মিলি। এমনকি হাসপাতালে তাকে এখন অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে বলে জানা যায়।

এদিকে, ভিসা না থাকায় দেশের বাইরেও চিকিৎসার জন্য যেতে পারছেন না এ টাইগার অলরাউন্ডার।

নিউজওয়ার২৪