নয়া গুঞ্জন নিয়ে মুক্তি পেল ‘ঠগস অব হিন্দুস্তান’! (ভিডিও)
শোবিজ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০১:১৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
ফাইল ছবি
ইংরেজ ভারতে এসেছিল ব্যবসা করতে। কিন্তু সেই ফাঁকে রাজত্ব শুরু করেছিল। যা চলেছিল পরবর্তী ২০০ বছর। ইংরেজ রাজত্ব মেনে নিতে পারেননি অনেকেই। তেমনই একজন আজাদ।
কে এই আজাদ? আপনি এর দেখা পাবেন বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘ঠগস অব হিন্দুস্তান’ ছবিতে আজাদ অর্থাৎ অমিতাভ বচ্চন। আর তাকে শায়েস্তা করতেই ফিরাঙ্গি মল্লাহকে (আমির খান) নিয়ে আসবে ইংরেজরা। তারপর? উত্তর মিলবে আগামী ৮ নভেম্বর।
কারণ সে দিনই মুক্তি পাবে আদিত্য চোপড়া প্রযোজিত বহু প্রতীক্ষিত এই ছবিটি। যেখানে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন অমিতাভ এবং আমির। বৃহস্পতিবার মুক্তি পেল এই ছবির ট্রেলার।
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর সঙ্গে এই ছবির চরিত্রদের লুকের বহু মিল নিয়ে নয়া চর্চা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর বিখ্যাত চরিত্র ‘জ্যাক স্প্যারো’।
‘ঠগস অব হিন্দুস্তান’-এ আমিরের লুক দেখে অনেকে বলছেন, তিনিই নাকি এই ছবির জ্যাক স্প্যারো! জনি এবং আমিরের ছবি পাশাপাশি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখছেন, ‘বিগ বাজেট জ্যাক স্প্যারো’ এবং ‘গরীবের জ্যাক স্প্যারো’।
আবার কারো মতে, এই ছবিটা নিয়ে অনেক উৎসাহ ছিল। কিন্তু যে কোনো শিশুও এই দুটো ছবির মিল বুঝতে পারবে। ফলে আমিরের ছবি নিয়ে আর কোনো আগ্রহ নেই বলেও মনে করছে সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ।
আমির নিজে সোশ্যাল মিডিয়ায় লুক শেয়ার করে লিখেছেন, এটাই আমি। ফিরাঙ্গি মল্লাহ। আমার থেকে ভাল মানুষ আর পাবেন না আপনি। সততা আমার দ্বিতীয় নাম। আর নিজের কাজের প্রতি বিশ্বস্ত থাকাই আমার লক্ষ্য।
জানা গিয়েছে ১৮৩৯-এ প্রকাশিত ফিলিপ ম্যাডোসের লেখা বই ‘কনফেশনস অফ আ থাগ’ অবলম্বনে লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। আমিরের চরিত্রটি অ্যান্টাগনিস্ট। এ ছাড়াও ক্যাটরিনা কইফ, ফতিমা সানা শেখের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।
‘ঠগস অব হিন্দুস্তান’ ছবির ট্রেলার:-
নিউজওয়ান২৪