শিস দিয়েই ভাইরাল মেয়েটা, কলকাতার বিলবোর্ডে ছেলেটা!
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ১২:৩৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
ফাইল ফটো
ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলায় প্রচারিত ‘সারেগামাপা’ অনুষ্ঠানে জাদুকরী কণ্ঠে উপমহাদেশের সঙ্গীতপ্রেমীদের মাত করেছেন বাংলাদেশের প্রতিযোগিরা। ১৫ সেপ্টেম্বর হৃদয় কাঁপানো শিস বাজিয়ে দুই বাংলা মাত করেছেন জামালপুরের অবন্তী সিঁথি।
এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বাংলাদেশের এই শিল্পী। তার গাওয়া সেই গানটি এখন তুমুল ভাইরাল হয়েছে অনলাইন দুনিয়ায়।
এদিকে বিচারকদের মধ্যে শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র, কৌশিকী চক্রবর্তী, মোনালী ঠাকুর ও পণ্ডিত তন্ময় বোসসহ বাকিরা সিঁথির পরিবেশনা শেষে দাঁড়িয়ে যান। বিচারক পণ্ডিত তন্ময় বোস সিঁথিকে ‘শিস প্রিয়া’ উপাধিতে ভূষিত করেন।
এতে সিঁথির অসাধারণ পরিবেশনায় মুগ্ধ হয়েছেন দুই বাংলার দর্শক। সেই মুগ্ধতার রেশ ছড়িয়ে দিয়েছেন নিজেদের ফেসবুক ওয়ালে। বাংলাদেশের অনেক বিশিষ্ঠ সংগীতশিল্পী এর প্রশংসাও করেছেন। যেমন কুমার বিশ্বজিৎ জানালেন মুগ্ধতার কথা। বললেন, এটা অনেকটা ওয়ানম্যান শো’র মতো। একাই গান গাওয়া থেকে শুরু করে বাদ্যযন্ত্র বাজানো। এটা একটা বিরল প্রতিভা।
সিঁথি গান করে, হুইসেল বাজায়, কাপ বাজায়। এ কারণেই দ্রুত সবার মনে সে জায়গা করে নিয়েছে। বেশ পরিচিতি পেয়েছে। তার গায়কি অনেক ভালো। আমার মনে হয়, এই মেয়েটা মৌলিক গান করলে বেশ ভালো করবে।
এদিকে, অনলাইনে অবন্তী সিঁথির রেশ কাটতে না কাটতেই কলকাতার বিলবোর্ডে স্থান করে নেন মাইনুল আহসান নোবেল। তিনিও সেই অনুষ্ঠানে (‘সারেগামাপা’) তোলপাড় করেছেন মুগ্ধময় পরিবেশনায়।
মূলত গেল শনিবার রাতে বাংলাদেশের এ প্রতিযোগী ‘সারেগামাপা’র মঞ্চ কাঁপিয়েছেন। পেয়েছেন বিচারকদের কাছ থেকে গোল্ডেন গিটার। তার গাওয়া জেমসের কালজয়ী ‘বাবা’ গানটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ‘ভাইরাল’।
গোপালগঞ্জের সন্তান নোবেল ছোটবেলা থেকেই গানের সঙ্গে মিতালি গড়েছেন। কোনো গুরুর কাছে শিক্ষা না নিলেও আগে বাংলালিংক নেক্সট টিউবার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ছয়ে এসেছিলেন। সে যাই হোক, তার মূল পরিচয় সে বাংলাদেশের তারুণ্য দীপ্ত ঝলঝলে এক প্রতিভা।
এদিকে, সিঁথি ও মাইনুল ইসলাম নোবেল ছাড়াও এবার সারেগামাপায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতিয়া আনিসা, মন্টি সিনহা।
নিউজওয়ান২৪/জেডএস