NewsOne24

বাংলাদেশের একটি ট্রফি দরকার: মাশরাফি

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:৫৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

এশিয়া কাপের গত তিন আসরের মধ্যে দুইবারের ফাইনালিস্ট বাংলাদেশ। ঘরের মাঠে সেই দুই ফাইনালে খেলেও ট্রফি জিততে পারেনি টাইগাররা। সেই শূন্যতা পূর্ণ ও ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহ জোগাতে একটা ট্রফি জেতা প্রয়োজন বলছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শুক্রবার ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ দল। তার আগে বৃহস্পতিবার জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বলেন, ট্রফির প্রয়োজন এ জন্য যে ভবিষ্যৎ প্রজন্ম যারা ক্রিকেটে আসবে তারা আরো অনুপ্রাণিত হবে। সেদিক থেকে বলতে পারেন বাংলাদেশের একটি ট্রফি দরকার।

একটা সময়ে ওয়ানডেতে পঞ্চাশ ওভার খেলাই ছিল প্রথম টার্গেট। সেই সময় পার করে এখন প্রতিপক্ষ দলের সঙ্গে পাল্লা দিয়ে খেলছে বাংলাদেশ দল। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে দাপুটে ক্রিকেট খেলছে টাইগাররা। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ট্রফি একদিন ঘরে আসবেই।

মাশরাফি বলেন, ক্রিকেট একটা ট্রফির জন্য খেলি না। দলের জন্য একটা ট্রফি হয়তো গুরুত্বপূর্ণ। আজ হোক বা কাল, কোনো একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশ ইনশাআল্লাহ ট্রফি পাবে।

ইনজুরির কারণে আগেই দেশে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। গত বুধবার পাকিস্তানের বিপক্ষে খেলার আগে আঙুলের চোট নিয়ে দেশের বিমান ধরেন সাকিব আল হাসান। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেরা দুই ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। মুশফিক-মোস্তাফিজদের মতো কয়েকজন চোট নিয়েই খেলছেন।

দলের অবস্থা নিয়ে মাশরাফি বলেন, এর আগে ত্রিদেশীয় সিরিজে এবং ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালেও খেলেছি। কিন্তু এবার অবস্থা আরও কঠিন। কারণ একের পর এক খেলোয়াড় হারাচ্ছিলাম। দুর্ভাবনা ছিল মুশফিক খেলবে কি না।

কিন্তু চোট নিয়েই খেলেছে, ভালোও করেছে। ওদের দেখেও অনেক কিছু শেখার আছে। আমার কাছে সত্যিকার অর্থে, তামিম যখন ভাঙা আঙুল নিয়ে মাঠে নেমেছে, তখনই আমি এশিয়া কাপ জিতে গেছি। ওটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল।

নিউজওয়ান২৪/এমএস