মাথা আছে কিন্তু ব্যাথা নাই!
কক্সবাজার প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি
বাংলাদেশে পর্যটন খাতে সবচেয়ে বেশি আয় হয় কক্সবাজারের পর্যটন শিল্প থেকে। অথচ সম্ভাবনাময় এ খাতটি এখনো অবহেলিত। আর এটি আমাদের কাছে এখন হয়ে গেছে অনেকটা মাথা আছে, কিন্তু ব্যাথা না থাকার মতো।
কক্সবাজারে সৌন্দর্যের নানা উপাদান থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। উল্টো সেখানের সৌন্দর্য্য নষ্ট করা হচ্ছে। তাই কক্সবাজারের পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর দাবি জানিয়েছেন পর্যটন খাতে জড়িতরা।
দেশি পর্যটকদের মাধ্যমে কক্সবাজার থেকে প্রতি বছর হাজার কোটি টাকা আয় হলেও সেখান থেকে কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে না। এর জন্য পর্যাপ্ত বিনোদন আর প্রচারণার অভাবসহ নানা অব্যবস্থাপনা দায়ী। সম্ভাবনাময় এই শহর যদি বিদেশিদের ভ্রমণ উপযোগী করে গড়ে তোলা যায় তাহলে দেশের অর্থনীতি আরো সচল হবে।
কটেজ ও গেস্টহাউস মালিক সমিতি’র সভাপতি কাজী রাসেল আহমেদ বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত হাজারো মানুষ। কিন্তু বিদেশি পর্যটক না থাকায় তাদের মাঝে এখন হতাশা বিরাজ করছে। তাই বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে এখনই সরকারের উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত।
হোটেল ব্যবসায়ী আবু তালেব জানান, দেশি পর্যটকদের ওপর নির্ভর করে পর্যটন খাতের উন্নয়ন সম্ভব না। কক্সবাজারে যদি বিদেশি পর্যটক না আসে তাহলে এ খাতের পরিবর্তন আনা প্রায় অসম্ভব।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম বিভাগের শিক্ষক শাকিল আহমেদ বলেন, পর্যটনের সব উপাদান থাকলেও যথাযথ উদ্যোগের অভাবে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারের সৌন্দর্য্য ফুটিয়ে তোলা সম্ভব হচ্ছে না। সবাই তারকা মানের হোটেল নির্মাণে ব্যস্ত। বর্তমানে সেখানে আর নতুন হোটেল-মোটেলের প্রয়োজন আছে বলে মনে হয় না। নতুন উদ্যোক্তারা যদি হোটেলমুখী না হয়ে পর্যটন স্পটগুলোর উন্নয়ন করেন তাহলে কক্সবাজারের পর্যটন শিল্পে পরিবর্তন আনা সম্ভব।
কক্সবাজার ট্যুর অপরাটের অ্যাসোসিয়েশনের নেতা মফিজুল ইসলাম মফি বলেন, কক্সবাজারে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনের কাজ এখনও ঝুলে আছে। কমেনি রাস্তার দূরত্ব। কৃত্রিমভাবে তৈরি হয়নি বিনোদনের নতুন ক্ষেত্র। যেটা আছে সেটারও সঠিক পরিচর্যা করা হয় না। ফলে বিদেশি পর্যটক টানতে পারছে না বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতটি।’
কক্সবাজার ডিসি মো. কামাল হোসেন বলেন, কক্সবাজারের অপার সম্ভাবনা নিয়ে কাজ করছে সরকার। কক্সবাজারের উন্নয়নে সরকারের বড় প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বিদেশি পর্যটকদের আগমন বাড়বে।
নিউজওয়ান২৪