প্রবৃদ্ধি হবে ৮.২৫ শতাংশ: পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অর্থনীতির সব সূচক এখন উর্ধ্বমুখী। সব কিছু এখন স্বাভাবিক নেতিবাচক কিছু নেই। পাশাপাশি বেসরকারিখাতে বিনিয়োগের মন্দাভাব কেটে গেছে। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ শতাংশ হবে বলে দৃঢ় আশা আমার।
প্রবৃদ্ধি নিয়ে বুধবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের মন্তব্যের প্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা মনে করি জীবন-যাপনের ক্ষেত্রে সবকিছু স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক কর্মকান্ড কোনো দিক থেকে ব্যাহত হচ্ছে না। এছাড়া আমাদের কিছু মেগা প্রকল্পের বাস্তবায়ন দৃশ্যমান হয়েছে। অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের কিছু দেখছি না। তাই আমরা আশা করছি, এবার জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ শতাংশ হবে।
তিনি মনে করেন দেশের অর্থনীতি ইতিবাচক ধারায় রয়েছে। কেননা বিগত ২০১৬-১৭ অর্থবছরের প্রকৃত প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশকে ভিত্তি ধরলে, গত ২০১৭-১৮ অর্থবছরে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ।
বাংলাদেশের অর্থনীতি এখন ভাল অবস্থায় রয়েছে-এডিবির এমন পর্যবেক্ষণের বিষয়ে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, অর্থনীতির বর্তমান শক্ত অবস্থানের প্রেক্ষিতে বেসরকারিখাতে বিনিয়োগ প্রবাহ বাড়ছে। সরকারি বিনিয়োগ অব্যশই উল্লেখ করার মত। এ কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো এমন পর্যবেক্ষণ করছে।
বর্তমানে বিনিয়োগ-জিডিপির অনুপাত ৩২ শতাংশ উল্লেখ করে তিনি বলেন, সরকার ইতোমধ্যে বিনিয়োগবান্ধব অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করছি আগামী দিনগুলোতে এই বিনিয়োগ অনুপাত আরো বাড়বে।
তিনি বলেন, বাংলাদেশে জাপানী বিনিয়োগ দ্রুত বাড়ছে। ২০০৯ সালে যেখানে মাত্র ৮২টি জাপানী প্রতিষ্ঠানের বিনিয়োগ ছিল, এখন জাপানী প্রতিষ্ঠানের সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯।
নিউজওয়ান২৪/টিআর