NewsOne24

ভারতকেও হারানো সম্ভব : মুশফিক

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৪:৩২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত। টুর্নামেন্টে এপর্যন্ত কোন ম্যাচে হারেনি রোহিত শর্মার দলটি। তাই ফাইনালে টুর্নামেন্টের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বীকেই পাচ্ছে টাইগাররা।


তাতে মোটেও বিচলিত নন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক মুশফিকুর রহীম। তার মতে, ফাইনালে উঠলেও এখনও সব বিভাগে একসঙ্গে জ্বলে উঠতে পারেনি দল। তাই নিজেদের সেরাটা দিতে পারলে ভারতের বিপক্ষেও জেতা সম্ভব জানিয়ে মুশফিক বলেছেন, ‘অবশ্যই আমরা পারব। আত্মবিশ্বাসের কমতি নেই। আমরা এখনও নিজেদের সেরাটা খেলতে পারিনি। এখনও তিন বিভাগ একসঙ্গে জ্বলে ওঠেনি। টপ অর্ডার ভালো করছে না। এগুলো সব যদি ভারতের বিপক্ষে জ্বলে ওঠে, তাহলে না পারার কারণ নেই।’

টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল ভারত। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় পেতে কিছুটা বেগ পেতে হয়েছিল তাদের। তারপরই বদলে যায় দলটির চেহারা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় দুইবার। বাংলাদেশের বিপক্ষেও তুলে নেয় সহজ জয়। তবে আফগানিস্তানের সাথে ম্যাচটি টাই হয়। ওই ম্যাচে অবশ্য ভারতের বেশ কজন খেলোয়াড় বিশ্রামে ছিল।

মুশফিকের কথায় আগে ব্যাট করে যদি ভারতের ওপর চাপ সৃষ্টি করা যায় তবে ভালো কিছু করা সম্ভব, ‘ভারত অবশ্যই অসাধারণ ক্রিকেট খেলছে। কিন্তু ওরাও মানুষ, ওরা ভুল করবে। যদি আগে ব্যাট করি এবং বড় স্কোর গড়তে পারি, শুরুতে ওদের চাপে রাখতে পারলে কিংবা রান তাড়া করলে ভালো শুরু পেলে না পারার কারণ নেই। ভারতের বিপক্ষে আমরা সেটিই করতে চাই।’

নিউজওয়ান২৪/কম/এমএম