সোনারগাঁয়ে বেড়াতে এসে খুন হলেন দুই বন্ধু
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে এসে নীলফামারীর দুই বন্ধু খুন হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সোনারগাঁয়ের কাঁচপুরের কাজীপাড়ায় একটি মেস থেকে ওই দু`জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত দু`জন হলেন- নীলফামারীর ডোমার জোড়াবাড়ির এরশাদুল ইসলামের ছেলে মিনারুল (২৭) ও একই থানার কামানিয়া গ্রামের দিলু মিয়ার মজনু (৩০)। নিহত দু`জন বন্ধু বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে দু’বন্ধু বেড়াতে এসেছে সোনারগাঁয়ে সোনাপুর কলাবাগান এলাকার হাসিনা বেগমের বাড়িতে। এ বাড়িতে ভাড়া থাকেন তাদের আত্মীয় ও বন্ধু বাদশা মিয়া। নীলফামারীর রোমানিয়ার গোপনাথ গ্রাম বাদশা মিয়ার বাড়ি। সকাল ১০টায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সোনারগাঁ থানার এসআই ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই ফরিদ হোসেন ধারণা করছেন, বেড়াতে এসে রাতের কোনো এক সময় দু`জনের মধ্যে কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিনারুলকে হত্যার পর আনুশোচনা থেকে নিজেই আত্মহত্যা করেন মজনু। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ওই বাড়ির মালিক হাসিনা বেগম ও নিহতদের আত্মীয় বাদশা মিয়া।
নিউজওয়ান২৪/এমএম