একই বিদ্যালয়ের ছাত্রী-শিক্ষিকা, সহকারী ও অধ্যক্ষকে বিয়ে!
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৫৯ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:২১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত
অনেক পুরুষই একাধিক বিয়ে করেন। তবে একাধিক বিয়ে সম্পর্কে বিভিন্ন ধর্মে এর নিয়মও রয়েছে। তেমনি ইসলাম ধর্মেও রয়েছে। মুসলিম পুরুষদের ৪টি বিয়ে করার বৈধতা আছে। তবে প্রত্যেক স্ত্রীর সঠিক সময় ও ভালোবাসতে হবে। কারো সঙ্গে পক্ষপাত বা দুর্ব্যবহার করা যাবে না।
তবে একজন নারী তার স্বামীর ভাগ কখনোই দিতে চান না। নারীরা, তাদের স্বামীর অন্য স্ত্রীদের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে। কেউ কেউ অপরজনের সঙ্গে কথাই বলেই না।
এই ব্যবহার আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে যদি সব স্ত্রী একই প্রতিষ্ঠানে কাজ বা পড়াশোনা করে। আর এমন ঘটনাই ঘটেছে সৌদি আরবে। যেখানে একজন ব্যক্তি চার বিয়ে করেছেন এবং তার সব স্ত্রীই একই বিদ্যালয়ে চাকরি বা পড়াশোনা করেন।
স্ত্রীরা বিদ্যালয়টির ছাত্রী থেকে অধ্যক্ষ পর্যন্ত বিস্তৃত। যিনি সবার ছোট তিনি ওই বিদ্যালয়ের মাধ্যমিকের ছাত্রী। আবার বিদ্যালয়টির শিক্ষিকা, সুপারভাইজার ও অধ্যক্ষরও সেই একই স্বামী।
এটা পড়ে অবাক হওয়াটা স্বাভাবিক। কারণ ওই চার নারীর মধ্যে সম্পর্ক অবশ্যই সাংঘর্ষিক হওয়ার কথা। কিন্তু এখানে একজন আরেকজনকে সুন্দরভাবে গ্রহণ করেছে এবং সুখে-শান্তিতে বসবাস করছে।
বিদ্যালয়টি সৌদি আরবের যাজান অঞ্চলে। তবে এর নাম জানা যায়নি। স্ত্রীদের একজন যিনি শিক্ষিকা, তিনি নিজেরসহ অন্যদের বিয়ের পরে কীভাবে একসঙ্গে কাজ করছেন তার অভিজ্ঞতা সংবাদ মাধ্যমকে জানান।
তিনি মনে করেন, তার ছাত্রী, সুপারভাইজার এবং স্কুলের অধ্যক্ষ হিসেবে একই ব্যক্তির সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে কিছুই পরিবর্তন হয়নি।
চার নারীর মধ্যে এ ব্যবস্থা বিদ্যালয় ও বাইরে আলোচনার বিষয় হয় প্রায়ই। শিক্ষার্থী এবং বাইরের লোকেরা বিদ্যালয়টির অদ্ভূত এই ব্যবস্থা দেখে অবাক হন। অনেকে আবার তাদের ভ্রূক্ষেপ দেখায়।
যদি একজন ব্যক্তি তাদের বিয়েতে খুশি হন তবে তা অন্য কোনো ব্যবসা, ব্যবস্থা বা তাদের দৈনন্দিন জীবনের বিষয়েও চিন্তা করেন না। যদি এই চার মহিলার তাদের বিয়েতে কোনো সমস্যা না হয়, তাহলে ছাত্র বা অন্য কারো সমস্যা হওয়ার কথা নয়।
নিউজওয়ান২৪/এমএস