NewsOne24

দেশে ফিরেছেন লিবিয়ায় আটকা পড়া ১৫৭ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:১০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিভিন্ন সময়ে লিবিয়ায় আটকা পড়া ১৫৭ বাংলাদেশিকে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত তত্ত্বাবধানে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বুধবার দুপুর ২টায় একটি চার্টার্ড ফ্লাইটে তারা ফিরে আসেন।

আটকা পড়া আরো ৭৭ বাংলাদেশিকে খুব শিগগিরই ফিরিয়ে আনার সব ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার দেশে আসা বাংলাদেশিদের মধ্যে ১০ জন অসুস্থ। তাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং ব্যবস্থাপত্র দিয়েছেন। সব যাত্রী বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে নিজ গন্তব্যে পৌঁছেছেন।

নিউজওয়ান২৪