NewsOne24

‘নান’ নিয়ে এত আতঙ্কের কী আছে?

শোবিজ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

দি কনজুরিং ছবির সিক্যুয়েল ‘দ্যা নান’। তবে কনজুরিং ছবিতে এক দম্পত্তির কথা মনে আছে। যারা তাদের পাঁচ কন্যা নিয়ে রোড আইল্যান্ডের একটি ফার্ম হাউজে গিয়ে ওঠে। আর এরপর থেকেই শুরু হয় ভৌতিক সব কাণ্ড। আর এ কাণ্ড দেখে ছেলে থেকে শুরু করে সব বয়সের মানুষেরই গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। জেমস ওয়ান এর সাড়া জাগানো এই ছবির কিছুদিন পরেই আসে তারই পরিচালনায় ‘কনজুরিং ২’।

আর এটি নিঃসন্দেহেই আগের কিস্তি থেকে আরো ভয়াবহ একটি ছবি ছিলো। এটিও জনপ্রিয়তা পেয়েছিলো পৃথিবী জুড়েই। ‘কনজুরিং ২’ ছবিটিকে তুরুপের তাস বানিয়ে আস্ত একটি সিনেমাই তৈরি করে ফেললেন পরিচালক কোরিন হারডি। যার গল্পকার রুপে ছিলেন স্বয়ং জেমস ওয়ান এবং চিত্রনাট্যে ছিলেন গ্যারি ডুবারম্যান। আর আজ আমরা কথা বলব সেই বহুল আলোচিত সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘দ্য নান’ নিয়ে।

‘নান’ নিয়ে আতঙ্কের কারণ:
ঘটনার সুত্রপাত ১৯৫২ সালে রোমানিয়াতে এক সন্ন্যাসিনীর অথবা খ্রিষ্ট ধর্মানুযায়ী একজন নান এর মৃত্যুকে কেন্দ্র করে। সেই রহস্যময় মৃত্যু তদন্তের জন্য রোমানিয়ায় পাঠানো হয় সিস্টার আইরিনকে (তাইসা ফারমিগা)। এরপর এই ঘটনার তদন্তকারীরা সিস্টার আইরিনকে ভ্যাটিকানে পাঠান আরো সূক্ষ্মভাবে পুরো ঘটনার রহস্য উন্মোচন করার জন্য।

আর এখান থেকেই শুরু হয় গল্পের নতুন মোড়। মূলত, ক্যাথোলিক বিশ্বাস অনুযায়ী আত্মা কল্পনায় চলে আসে। আর দর্শকদের মূলত এটাই ভীতির কারণ হয়ে দাঁড়ায়। কেননা বিনোদনে জন্য যে ছবিটি দেখা সেটা যদি রাতে নির্মল ঘুম হারাম করে ফেলে তাহলে সেটি কার না আতঙ্কের কারণ হবে?

এছাড়া ছবির অন্যতম মূল আতঙ্কের আরো একটি কারণ হলো মৃত নান এর অতৃপ্ত আত্মার ভয়াবহ উপস্থিতি। আর এটিই কাহিনীকে এক টানটান উত্তেজনার সৃষ্টি করে। আর সেই ভয়ঙ্কর চরিত্রে অভিনয় করেছেন বনি অ্যারন্স। তার ভয়ঙ্কর বীভৎসরুপে প্রতিটি টানটান মুহূর্তে হঠাৎ উপস্থিতি দর্শকদের দিয়েছে এক অন্যরকম রোমাঞ্চে ভরা ভয়ানক অনুভূতি।

নিউজওয়ান২৪/এএস