ম্যাচের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
ছবি: সংগৃহীত
এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে বিকেলে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। যারা জিতবে তারাই ফাইনালে শিরোপার জন্য লড়বে। আজকের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদ- সাকিব আল হাসানের খেলা নিয়ে সংশয়। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, আজ সাকিবকে পাওয়ার সম্ভাবনা ৫০-৫০।
ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে তিনি বলেছেন, ‘সাকিবের খেলার সম্ভাবনা বর্তমানে ৫০-৫০। তবে সে (সাকিব) খেলবে বলেই আমরা ধরে নিচ্ছি এবং সেই মোতাবেক কাজ করছি, কিন্তু আমরা কিছুই নিশ্চিত করে বলতে পারছি না এই মুহূর্তে।’
চলতি বছরের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ চলাকালীন সময় আঙ্গুলের ইনজুরিতে পড়া সাকিব এখন পর্যন্ত এশিয়া কাপের সবকয়টি ম্যাচেই খেলেছেন। টানা খেলার মধ্যে থাকার কারণে তার আঙ্গুলের ব্যাথা বৃদ্ধি পেয়েছে।
এদিকে আজ ব্যাথার কারণে সাকিব যদি খেলতে না পারেন তাহলে বড় ধরনের সমস্যাতেই পড়তে হবে টাইগারদের। কেননা দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকেও পাচ্ছে না দল। পাশাপাশি মুশফিকুর রহিমও ভুগছেন পাঁজরের ইনজুরিতে।
সূত্র- ডেইলি স্টার
নিউজওয়ান২৪/এমএস