পাকিস্তানের ওপর বিশ্বাস নেই: মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
ফাইল ছবি
বুধবার সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ফলে ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত সেমিফাইনালে। কেননা এই ম্যাচে যে দল জিতবে ফাইনালে সে-ই হবে ভারতের সঙ্গী।
এবারের এশিয়া কাপে হট ফেভারিত হয়ে যাত্রা শুরু করা পাকিস্তানের পারফর্ম এখনো ভালো হয়নি। হংকংয়ের বিপক্ষে সহজভাবে জিতলেও আফগান ম্যাচে যথেষ্ট ঘাম ছুটেছে জয় পেতে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দুই ম্যাচেই পাত্তা পায়নি সরফরজের দল। তবুও পাকিস্তানকে হালকাভাবে দেখার উপায় নেই। কেননা, আনপ্রেডিকটেবল দলের তকমাটা এখনো তাদের।
বাংলাদেশ পেসার মোস্তাফিজও তাই মনে করেন, পাকিস্তানকে সহজ ভাবার উপায় নেই। কাটার মাস্টারের মতে, পাকিস্তান দল অনেকটা ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলের মতো! গেইলের মতো পাকিস্তানও যেদিন খেলে সেদিন কাউকে পাত্তা দেয় না বলে মত বাঁহাতি এই পেসারের।
মুস্তাফিজ বলেন, ‘কিছু কিছু ব্যাপার আছে, যেমন গেইলের কথা সবাই বলে যে গেইল যেদিন খেলে, সেদিন আর কারো কিছু করার থাকে না। তেমনি পাকিস্তানেরও বিশ্বাস নাই। ওরা যেদিন খেলে, সেদিন কাউকে পাত্তা দেয় না। যদি আমাদের ভাগ্যে থাকে, তাহলে ওদের উল্টো হতে পারে। ভাগ্যে না থাকলে নাই’।
উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের বড় জয়। পরের ম্যাচেই আফগানিস্তানের কাছে লজ্জাজনক হার, তাও ১৩৬ রানে। সুপার ফোর পর্বের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটিং-ব্যর্থতায় ভারতের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানেই হেরেছে মাশরাফি বিন মর্তুজার দল। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
শেষ ওভারের রোমাঞ্চে আফগানদের ৩ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। দলও রয়েছে ফুরফুরে। অন্যদিকে ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে পাকিস্তানের আত্মবিশ্বাসও তলানিতে। আর এই সুযোগটা নিতে পারলে তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠবে বাংলাদেশ।
নিউজওয়ান২৪.কম/টিআর