NewsOne24

সিলেট জেলা বিএনপি সম্পাদক কারাগারে

সিলেট প্রতিনিধি

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:২৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আহমেদ, ছবি- ইউএনবি

সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আহমেদ, ছবি- ইউএনবি

‘পুলিশের কাজে বাধা দেয়ার’ অভিযোগে দায়েরকৃত মামলায় সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আহমদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার সিলেট মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষ আদালত তা নামঞ্জুর করে দেন।

গত ২১ জুলাই সিসিক নির্বাচনের প্রচারণা চলাকালে আটক দুই কর্মীর মুক্তির দাবিতে নগরীর উপশহরস্থ এসএমপির উপপুলিশ কমশিনার (দক্ষিণ) কার্যালয়ের সামনে অবস্থান করেন সিলেট বিএনপির বেশ কয়েকজন শীর্ষনেতাসহ কর্মীরা। এ ঘটনায় পুলিশ ‘কাজে বাধা দেয়ার অভিযোগ’ এনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে।

এ মামলায় অন্য নেতারা উচ্চ আদালত থেকে জামিন নিলেও আলী আহমদ নেননি। মঙ্গলবার সিলেটের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

নিউজওয়ান২৪.কম/টিআর