কিশোরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ৩
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১০:৫১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রোববার | আপডেট: ১০:৫৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি
কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে ডাউকিয়া গ্রামের কাছে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গকডা মধুপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে রফিকুল ইসলাম,আফসু মিয়ার ছেলে মো. রুবেল,তার পাঁচ বছরের ছেলে শাহরিয়ার।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুশামা মো. ইকবাল হায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে তিন আরোহী কেন্দুয়ায় যাচ্ছিলেন। ডাউকিয়া এলাকায় পৌছলে সিলেট থেকে ময়মনসিংহগামী একটি বাস তাদের পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রফিক মারা যায়। আহতদের হাসাপাতালে নেয়ার পর সেখানে প্রথমে মারা যায় শিশু শাহরিয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মো. রুবেলও মৃত্যুবরণ করেন।
চালকসহ বাসটিকে আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
নিউজওয়ান২৪.কম/এএস