অস্কারে ‘ডুব’
শোবিজ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১০:৩০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রোববার | আপডেট: ১০:৫৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রোববার
ফাইল ছবি
অস্কারের ৯১তম আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ‘ডুব’। অস্কারে ‘বিদেশি ভাষার ছবি বিভাগে’ প্রতিযোগিতায় অংশ নেবে ছবিটি।
আজ রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনয়শিল্পী তিশা ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
আরো উপস্থিত ছিলেন হাবিবুর রহমান খান, গোলাম রাব্বানী বিপ্লব, আবু মুসা দেবু, মুশফিকুর রহমান গুলজার, পঙ্কজ পালিত, শামীমা আক্তার প্রমুখ।
এবার বাংলাদেশ থেকে অস্কারে অংশ নেয়ার জন্য দুটি ছবি জমা পড়ে। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ এবং নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’। বাংলাদেশ থেকে অস্কারে ছবি পাঠানোর জন্য তৈরি কমিটির সদস্যরা গতকাল শনিবার ছবি দুটি দেখেছেন।
এই কমিটিতে ছিলেন হাবিবুর রহমান খান, পঙ্কজ পালিত, শামীমা আক্তার, আবু মুসা দেবু, মুশফিকুর রহমান গুলজার ও ইফতেখার উদ্দিন নওশাদ। এর মধ্যে থেকে ‘ডুব’ ছবিটিকে নির্বাচন করা হয় অস্কারের জন্য।
নিউজওয়ান২৪.কম/এএস