নতুন ফ্যাশন ব্র্যান্ড সারা’র যাত্রা শুরু
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০২:৫৮ এএম, ১৩ মে ২০১৮ রোববার

এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ১২ মে ২০১৮ তারিখ ঢাকার মিরপুরে বাংলাদেশের পোশাক শিল্পের নিজস্ব ব্রান্ড সারা (SaRa) লাইফস্টাইল লিঃ তাদের প্রথম শাখার উদ্বোধন করেছে। সারা বাংলাদেশের রপ্তানীমুখী পোশাক শিল্পের সাথে প্রত্যক্ষভাবে জড়িত স্নোটেক্স আউটওয়্যার লিঃ-এর একটি সহযোগি প্রতিষ্ঠান। ভিডিও প্রেজেন্টেশন, ফ্যাশন শো, কেক কাটাসহ নানা জমকালো আয়োজন দিয়ে সাজানো এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব সারা জাকেরসহ আরো অনেকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সারা লাইফস্টাইল লিঃ ও স্নোটেক্স আউটওয়্যার লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এস এম খালেদ, পরিচালক মিস শরীফুন নেসা, পরিচালক জনাব মোশাররফ হোসেন, সহকারী পরিচালক জনাব মতিউর রহমান, হেড অব ডিজাইনার মিস কাশফীয়া নেহরীন সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশের পোশাক শিল্পের সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত স্নোটেক্স তাদের নিজস্ব ব্র্যান্ড `সারা` প্রতিষ্ঠা করল ’সারা লাইফস্টাইল লিঃ’ এর মাধ্যমে। পোষাক খাতে এই ব্র্যান্ডটি বাংলাদেশের পোশাক শিল্পে এক নতুন দার উম্মোচন করে ফ্যাশনে ইতিবাচক ভাবমূতি তুলে ধরাই এর লক্ষ্য।
সামর্থের মধ্যে গুণগত মানের পোশাক ক্রেতার হাতে পৌছে দেয়াই সারা লাইফস্টাইল লিঃ-এর মুল লক্ষ্য। এই আউটলেটটিতে শিশু, নারী, পুরুষ সবার জন্য রয়েছে আকর্ষণীয় বাহারী সব পোশাক। এ দেশের সবচাইতে বড় উৎসব ঈদকে মাথায় রেখে ক্রেতাদের জন্য নিত্য নতুন ডিজাইনের পোশাকের সংগ্রহ রয়েছে এখানে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সহ দেশের বিভিন্ন জেলায় সারা লাইফস্টাইল লিঃ অচিরেই তাদের কযেকটি শাখা খোলার প্রত্যাশা রাখে।
সারা লাইফস্টাইল লিঃ-এর ঠিকানা: প্লট নং-১০, মেইন রোড-১, ব্লক-ক, সেকশন-৬, মিরপুর, ঢাকা, (মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের উল্টো দিকে)
সারা লাইফস্টাইল লিঃ সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ, জনাব ইয়াসিন আরাফাত, কোর্ডিনেটর, সারা লাইফ স্টাইল লিঃ, ০১৭১৭২২৬৫২৫