বিজেপির সাংসদের বক্তব্য: বিরাট কোহলি দেশভক্ত নন!
নিউজওয়ান ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৫:৫০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭ বুধবার
ইতালিতে জাঁকজমকপূর্ণ বিয়ে। হনিমুন রোম এবং ফিনল্যান্ডে। বিদেশে আড়ম্বরে বিয়ে করায় এবার বিরাটের দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠল। জাতীয় দলের অধিনায়কের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এল বিজেপির এক সাংসদের বক্তব্যে।
মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ পান্নালাল সাকিয়া সরাসরি বলেছেন, ‘‘বিরাট দেশের হয়ে খেলেই সমস্ত অর্থ এবং খ্যাতি অর্জন করেছেন। স্বয়ং ভগবান রাম এবং শ্রীকৃষ্ণ এদেশে বিয়ে করেছিলেন। আর বিরাট ইতালিতে বিয়ে করেছেন। বিরাটকে কোনওভাবে প্রকৃত দেশপ্রেমিক বলা যায় না।’’
তিনি আরও বলেন, কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণা বিরাট হতে পারেন না। যারা দেশের প্রতি দায়বদ্ধ এবং অনুগত তাঁরাই কেবলমাত্র বাকিদের কাছে অনুপ্রেরণা হওয়ার যোগ্যতা রাখেন। এই কাজেই জন্য দেশের যুব সমাজের উচিত তাঁকে এড়িয়ে চলা।
কোহলির পাশাপাশি অনুষ্কারও তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, ‘‘ইতালির নৃত্যশিল্পীরা ভারতে এসে কোটিপতি হয়ে যান। আর বিরাট কোহলি ইতালিতে বিয়ে করে দেশের সম্পদ বিদেশে বিলিয়ে দিয়ে এসেছেন।’’ মধ্যপ্রদেশের গুনায় প্রধানমন্ত্রীর ‘স্কিল ইন্ডিয়া সেন্টার’-এর উদ্বোধন এসে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
গুজরাত ভোটের ফলাফলের পরে কোহলির প্রতি এমন আক্রমণ শানানোয় বিপাকে বিজেপির খোদ কেন্দ্রীয় নেতৃত্ব। প্রতিপক্ষ কংগ্রেস ইতিমধ্যেই কোহলি-ইস্যুতে পালটা আক্রমণ করেছে বিজেপিকে। মধ্যপ্রদেশের কংগ্রেসের মুখপাত্র পঙ্কজ চতুর্বেদী জাতীয় সংবাদমাধ্যমকে বলেন, গুজরাতের ভোটের ফলাফলেই স্পষ্ট, বিজেপি জাতীয়তাবাদকে আকঁড়ে ধরে ফের মধ্যপ্রদেশের ভোট বৈতরণী পার হতে চাইছে।
নিউজওয়ান২৪.কম