NewsOne24

৬ বছর বয়সে ইউটিউব থেকে ১ কোটি ১০ লাখ ডলার আয় রায়ানের!

নিউজওয়ান ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৫:৫৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭ বুধবার

মাত্র ছয় বছর বয়সী শিশু খেলনা দিয়ে খেলতে ভালোবাসে। কিন্তু এই বয়সে ইউটিউব চ্যানেল খুলে খেলনা রিভিউ করে ১ কোটি ১০ লাখ ডলার আয় করা রীতিমত পিলে চমকে যাওয়ার মতো ঘটনা। ফোর্বসের ২০১৭ সালের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া ইউটিউব স্টার তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ছয় বছর বয়সী রায়ান।

পরিবারের সাহায্য নিয়ে মাত্র চার বছর বয়সে রায়ান ‘রায়ান টয়রিভিউ’ নামে ইউটিউব চ্যানেল চালু করেছিল। আর এখন তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। ইউটিউবে শুধু খেলনা ও ক্যান্ডি রিভিউয়ের ভিডিও আপ করে রায়ান ১ কোটি ১০ লাখ ডলার আয় করেছে।

রায়ানের ইউটিউব চ্যানেল অনুযায়ী, খেলনা হিসেবে গাড়ি, রেলগাড়ি, থমাস এন্ড ফ্রেন্ডস, লেগো, সুপারহিরোস, ডিজনি টয়স, ওপেন সারপ্রাইজ এগ, প্লে ডোহ, পিক্সার ডিজনি কার, ডিজনি প্লেন, মনস্টার ট্রাক, মিনিয়ন, প্লেটাইম অ্যাট দ্য ফান ও ফ্যামিলি ফান অ্যাডভেঞ্চারসহ আরও কিছু খেলনা পছন্দ করে। 

ফোর্বস প্রতিবছর ইউটিউবের সেরা পারিশ্রমিক পাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করে থাকে।

সূত্র: দ্য নেক্সট ওয়েব

নিউজওয়ান২৪.কম