NewsOne24

ইদানীং জয়া

শোবিজ ডেস্ক

নিউজওয়ান24.কম

প্রকাশিত : ১১:৩৯ পিএম, ২২ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:২৮ পিএম, ১৮ মে ২০১৬ বুধবার

খুব মিষ্টি চেহারার মেয়েটি। প্রথমে মডেলিং, উপস্থাপনা দিয়ে শুরু। এরপর টিভি নাটকে অভিনয় করে জনপ্রিয়তা। পরে ধীরে ধীরে ঝুঁকলেন সিনেমার দিকে। শোবিজভক্ত দর্শক এখানেও তাকে বিপুলভাবে গ্রহণ করে।

গেরিলা ও চোরাবালি ছবিতে অভিনয় করে দুবার শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঝুলিতে ভরেছেন।

এরপর জয়া আহসান বলা যায় পুরোদস্তুর এখন সিনেমার নায়িকা। রূপ, দেহসৌষ্ঠব, নাচে পারঙ্গমতা, অভিনয়শৈলী সব মিলিয়ে এপার বাংলা ছাড়িয়ে ওপার বাংলায় ডাক পড়ে।

সাম্প্রতিক সময়ে কলকাতায় রাজকাহিনী নামে একটি তার চরিত্র বেশ তোলাপাড় তুলেছিল। বাংলাদেশের এযাবতকালের অভিনেত্রীদের তুলনায় এবং বিশেষ করে বিদেশের একটি ছবিতে তার পারফর্মেন্স বেশ সাহসী ছিল। ওই ছবিতে জয়অর পারফর্মেন্স নিয়ে কেউ কেউ নাক সিঁটকেছেন, কেউবা বলেছেন, সাবাস।

এরমধ্যে জয়া কলকাতায় বেশ একটা লম্বা সময় ধরে অবস্থান করেন।

বাংলাদেশের প্রেক্ষাগৃহে এখন শাকিব খানের বিপরীতে তার অভিনীত পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২ ছবিটি চলছে। প্রথম সপ্তাহ পেরিয়ে চবিটি দ্বিতীয় সপ্তাহ পার করছে।

এরই মধ্যে একটি ভারতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জয়ার অভিনয়ের খবর বেরিয়েছে। ইন্দ্রানী রায় চৌধুরীর পরিচালনায় ছবির নাম `ভালোবাসার শহর: দ্য সিটি অব লাভ`। ছবিটি আগামী মাসে অনলাইনে মুক্তি পাবে। এতে আরও অভিনয় করেছেন কলকাতার অরুণ মুখোপাধ্যায় ও ঋতি্বক চক্রবর্তী।


জয়া এখন মনোজ মিশিগানের `আমি জয় চ্যাটার্জি`তে কাজ করছেন। তার বিপরীতে আছেন আবীর।

গত বুধবার আকরাম খানের `খাঁচা`র কাজ শেষ করেছেন তিনি। দেশভাগের কাহিনী নিয়ে নির্মিত ছবিতে জয়া সৃজনী চরিত্র রূপায়ন করেছেন। নন্দিত লেখক হাসান আজিজুল হকের গল্প ‘খাঁচা’। এর থেকে সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক আকরাম খান এবং মঞ্চের মেধাবী মুখ জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম।

প্রায় পুরো ছবিটির শুটিং হয় নড়াইল জেলার লোহাগড়ার ইতনায়। কাহিনীতে একটা হিন্দু পরিবারকে দেখা যাবে, যারা বার বার চেষ্টা করেও সীমান্ত অতিক্রম করে ভারতে যেতে ব্যর্থ হয়। দেশ বিভাগের পর ওপার বাংলার একটি মুসলিম পরিবারের সঙ্গে বাড়ি বদল করে সেখানে পাড়ি জমাতে চেষ্টা করে পরিবারটি। এই পরিবারেরই মেয়ে সৃজনীর চরিত্রে দেখা যাবে জয়াকে।

খাঁচায় নিজের চরিত্র সম্পর্কে জয়া বলেন, খাঁচাতে সৃজনীর জীবনের বিভিন্ন পর্যায়কে তুলে ধরা হয়েছে। ‘রাজকাহিনী’তে যে বিষয়গুলো উঠে আসেনি তার সবই উঠে আসবে খাঁচা`তে।

নিউজওয়ান২৪.কম/আরকে