রিয়ালের সঙ্গে গোপন চুক্তি করছেন নেইমার!
খেলা ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর কয়েকমাস কেটে গেলেও নেইমারকে নিয়ে আলোচনা থামেনি। এরই মধ্যে নতুন খবর রটেছে, স্প্যানিশ জায়ান্ট বার্সার সাবেক এই তারকা ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে নাম লেখাতে চলেছেন।
ব্যাপারটি যে শুধু বার্সার উরুগাইয়ান তারকা লুইস সুয়ারেজ বলেছেন তা নয়, এমনটি জানিয়েছেন বার্সার আর্জেন্টাইন আইকন লিওনেল মেসি। আর এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে স্পেন ফুটবলভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম গুলো। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে-রিয়াল মাদ্রিদে যেতে চান নেইমার, সে অনুযায়ী ব্রাজিল তারকা নাকি গোপন চুক্তির কাজটিও সেরেছেন।
গত জুনে আর্জেন্টিনার রোজারিওতে দেশটির সুপারস্টার মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর রাজকীয় বিয়ের অনুষ্ঠান হয়। সেখানেই নাকি বার্সা ছাড়ার কথা সতীর্থদের বলেছিলেন নেইমার। পরে নেইমারের সাবেক ক্লাব সতীর্থ জাভি হার্নান্দেজ তেমনটিই জানান। ফুটবল বিশ্বে দলবদলের রেকর্ড গড়া ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছেড়ে পিএসজি যোগ দেন ব্রাজিল সুপারস্টার। পিএসজির প্রস্তাব গ্রহণের মাত্র ২ দিন আগে নেইমারের দলবদলের খবরটি প্রকাশিত হয়। কিন্তু জাভির দাবি, নেইমার যে ক্যাম্প ন্যু ছাড়তে চান সেটি তিনি অনেক আগেই স্পষ্ট করে দিয়েছিলেন। রোজারিওতে মেসির বিয়ের অনুষ্ঠানের সময় তিনি নিজের মনোভাবের কথা জানান।
সুয়ারেজ জানান একই রকম কথা। বার্সার এই তারকা ফরোয়ার্ডের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানানো হয়, নেইমার ২০১৯ দলবদলের মার্কেটে আবারো স্পেনে ফিরতে চায়। ব্রাজিল তারকাই নাকি এমনটি জানিয়েছেন উরুগুইয়ান তারকাকে। আরও জানানো হয়, মোনাকো থেকে পিএসজির ধারে আনা কিলিয়ান এমবাপ্পেকে স্প্যানিশ লা লিগায় নিয়ে যেতে চাইছেন নেইমার। সুয়ারেজের মতে, নেইমার পিএসজিতে মাত্র দুই মৌসুমের জন্য খেলতে গিয়েছে। তিনি জানান, নতুন অভিজ্ঞতার প্রতি অতিরিক্ত ঝোঁক থাকার কারণেই নেইমার কোথাও থিতু হতে চাইবেন না। যেমনটি হননি বার্সায়।
এদিকে, ডিয়ারিও গোলে মেসির বরাত দিয়ে জানানো হয়, বার্সার প্রাণভোমরাও মনে করছেন নেইমার রিয়ালে যাবেন ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গা দখল করতে। এদিকে, নতুন করে রিয়ালের সঙ্গে চুক্তি করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সিআর সেভেন খ্যাত রোনালদো।
ডন ব্যালনের প্রতিবেদন থেকে আরও জানা যায়, রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নেইমারের বাবার সঙ্গে এখনই প্রাথমিক কথাবার্তা এগিয়ে রেখেছেন। কারণ নেইমারকে দিয়েই রোনালদোর অভাব পূরণ করতে চান পেরেজ।
গত কয়েক সপ্তাহ ধরেই নেইমার আর পিএসজির শিবিরে উত্তেজনা বিরাজ করছে। তার মূলেই আছেন ব্রাজিলিয়ান তারকা। ক্লাবের উরুগুইয়ান তারকা এডিনসন কাভানির সঙ্গে দ্বন্দ্বের কথা সবারই জানা। এরপর ক্লাবের কোচ উনাই এমেরির সঙ্গে অনুশীলন নিয়ে ক্ষোভ দেখিয়েছেন নেইমার। ভিডিও অ্যানালাইসিস নিয়েই কোচ-শিষ্যের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। ক্লাবের সতীর্থরাও নেইমারের ‘অতিরিক্ত প্রভাব’কে ভালো চোখে দেখছেন না। এসবই কি নেইমারের পূর্ব পরিকল্পিত?
বার্সায় আসার আগে নেইমারকে পেতে উঠেপড়ে লেগেছিল রিয়াল। তবে, বার্সাই শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান আইকনকে পেয়েছিল। বার্সা ছেড়ে পিএসজিতে আসার আগে যখন গুঞ্জন উঠেছিল, নেইমারকে বুঝিয়েছিলেন মেসি-সুয়ারেজরা। কিন্তু, দলের সিনিয়রদের কথা রাখেননি নেইমার। কথিত আছে ট্রান্সফারের অঢেল টাকা আর মেসির ছায়া থেকে বেরুতেই নেইমার পিএসজিতে পাড়ি জমান। ঠিক তার কয়দিন আগেই বার্সায় যোগ দেওয়া নতুন ফুটবলারদের সঙ্গে অনুশীলন মাঠে মারামারিও করেছিলেন নেইমার। পিএসজিতে তার যাবার আগ্রহ থাকায় এরপর আর বাধা দিতে পারেনি বার্সা। একই পথ কি পিএসজিকেও দেখতে হবে?
নিউজওয়ান২৪.কম