NewsOne24

রুশ সেনাবাহিনীর ভয়ঙ্কর তিন রাইফেল

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১০:১৮ এএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বের অন্যতম শক্তিশালী স্থল সেনা রয়েছে রুশ সেনাবাহিনীর। ১৯৪৯-তে মিখাইল কালাশনিকভ তৈরি করেছিলেন একে-৪৭।

৭০ বছর ধরে এখনও বন্দুকের বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এই বন্দুকের। তবে একে-৪৭ জায়গা নিতে সম্প্রতি বাজারে আসবে একে-১২ ও একে-১৫ বন্দুক৷

তবে জানেন কি রুশ সেনার অস্ত্রাগারে রয়েছে আরও কিছু অস্ত্র যা নিয়ে তেমন কথা হয় না। তবে এদের ব্যবহার বেশ প্রচলিত সেনায়।

একে-১০০: একে পরিবারের এই বন্দুক তৈরি করতে খরচ পরে বেশ কম। দূরের কোন শত্রুকে খতম করতে এই বন্দুক ব্যবহার হয় না৷

একে-৭ফোরএম: একে পরিবারের আরও এক সদস্য হল এই একে-৭৪এম। অনেকে বলে থাকে কালাশনিকভ রাশিয়ায় বন্দুক তৈরি না হলে এই বন্দুকই হত অন্যতম সেরা বন্দুক।

জি ৩ অ্যাসল্ট রাইফেল: ৫০ থেকে ৯০ শতক পর্যন্ত রুশ সেনার অন্যতম বেশি ব্যবহার করত ডি৩ অ্যাসল্ট রাইফেল। কেবল রাশিয়া নয় ৭৫ টি দেশে ব্যবহৃত হয় এই বন্দুক।