২০টি নয়, এক আইডিতে ১৫ সিম নিবন্ধন
আইটি ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার
ফাইল ছবি
পোস্টপেইড বা প্রিপেইড যাই হোক না কেন সব অপারেটর মিলিয়ে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম কেনা যাবে। বিটিআরসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনিসহ সংশ্লিষ্ট বিভাগ ও দফতরের প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আগামী দু’একদিনের মধ্যে এ বিষয়ে অপারেটরগুলোর কাছে নির্দেশনা পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা।
এর আগে বৃহস্পতিবার টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের জানিয়েছিলেন একটি জাতীয় পরিচয়পত্রে সর্বোচ্চ ২০টি সিম কেনা যাবে। কিন্তু দুই দিনের মাথায় রোববারের বৈঠকে সেটি নেমে আসল ১৫টিতে।
প্রসঙ্গত, গত বছর মাঝামাঝি সময়ে প্রথমে একটি পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ২০টি সিম নিবন্ধনের নির্দেশনা দেয়া হয়েছিলো। কিন্তু নির্দেশনা দেয়ার আগেই বায়োমেট্রিক নিবন্ধনের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ায় তা পরিপালন করা যায়নি। সে কারণে ওই সময়ে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে অনেক গ্রাহক বেধে দেয়া সংখ্যার অধিক সিমের নিবন্ধন করিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সূত্র।