মোহাম্মদপুরে প্রতিবন্ধী কিশোরীকে নির্যাতনের অভিযোগ
নারীস্থান ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১০:০৫ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

ফাইল ছবি
রাজধানীর মোহাম্মদপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে(১২) যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার দিবাগত রাতেই ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কিশোরীর মায়ের অভিযোগ, গত শনিবার বিকেলে ওই কিশোরীর খালাতো ভগ্নিপতি তাকে বাসায় একা পেয়ে যৌন নিপীড়ন চালায়। বিষয়টি জানাজানি হলে ওই ভগ্নিপতি পালিয়ে যায়।
তিনি বলেন, সোমবার বিকেলে ওই কিশোরীকে নিয়ে তার মা আইন ও সালিশ কেন্দ্রে আসেন। এরপর ওই কিশোরীকে রাতে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
মেয়েটির মা আরো বলেন, ডাক্তারি পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে এ ব্যাপারে থানায় মামলা করা হবে।
এ প্রসঙ্গে আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি সামসুন্নাহার জানান, মোহাম্মদপুর একটি বস্তিতে থাকে ওই কিশোরীর পরিবার।