NewsOne24

পুরুষদেরও বিনামূল্যে ২০ লাখ সিম দেবে টেলিটক

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০১:০০ পিএম, ২৩ অক্টোবর ২০১৭ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারীদের বিনামূল্যে ২০ লাখ ‘অপরাজিতা’ সিম দেওয়ার পাশাপাশি পুরুষদেরও বিনামূল্যে ২০ লাখ সিম দেবে টেলিটক।


রোববার (২২ অক্টোবর) বিকেলে ঢাকা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান মিলনায়তনে টাঙ্গাইল জেলা আইনজীবী কল্যাণ সমিতি আয়োজিত ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা নারীদের বিনামূল্যে ২০ লাখ ‘অপরাজিতা’ সিম দেওয়ার ঘোষণার পর অনেক পুরুষ মন্তব্য করেছেন, ‘আমরা কী দোষ করেছি’? তাদের বলতে চাই, আমরা পুরুষদেরও বিনামূল্যে ২০ লাখ সিম দেবো।

এ সময় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ফোরজি সুবিধা চালু করারও ঘোষণা দেন তারানা হালিম।

প্রসঙ্গত, গতকালই মন্ত্রী ঘোষণা দেন যে, সারাদেশে বিনামূল্যে ২০ লাখ সিম বিতরণ করবে টেলিটক। এখন কম মূল্যে কল করা ও ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন নারীরা। ৮ টাকায় সপ্তাহে ১ জিবি ১৪ টাকায় ২ জিবি ব্যাবহার করা যাবে। আজ থেকে বিনামূল্যের সিম পাওয়া যাবে টেলিটকের রিটেইলার সেন্টার থেকে।