মুজিবনগর মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে
ডেনমার্ক সংবাদদাতা
নিউজওয়ান24.কম
প্রকাশিত : ১০:২৯ এএম, ১৮ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ১০:২৯ এএম, ১৮ এপ্রিল ২০১৬ সোমবার
সভায় উপস্থিত নেতৃবৃন্দ
কোপেনহেগেন: ডেনমার্কের রাজধানী শহর কোপেনহেগেনে ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে ১৭ এপ্রিল স্থানীয় এক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডেনমার্ক আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া আলোচনা সভা পরিচালনা করেন।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে, জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর নির্দেশ অনুযায়ী শুরু হয় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।
তারা আরও বলেন, আমাদের স্বপ্নের স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশের আগামীদিনের প্রত্যাশিত দিকনির্দেশনা, সাংবিধানিক এবং যৌক্তিক অধিকার রক্ষার জন্য মুজিবনগর সরকার গঠন করা তৎকালীন সময়ে অপরিহার্য ছিল। মুজিব নগর সরকার হচ্ছে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের প্রথম কার্যকরী সরকার, ১৭ এপ্রিল মুজিব নগর দিবসটি বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় গৌরবগাঁথা দিন। জাতির জন্য এদিনটি একটি ঐতিহাসিক দিনও বটে। এই কারণেই বাংলাদেশের জনগণ দিবসটিকে মুক্তিযুদ্ধের প্রারম্ভিকা হিসেবে এবং জাতির চেতনাবোধ জাগ্রতের দিন হিসেবে পালন করে থাকে।
তারা উপস্থিত সুধীদের আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনে বঙ্গবন্ধুর যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের জাতির উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগের সহসভাপতি আরিফ খালেক, ইকবাল মিঠু, জামাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সামি দাশ , জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মানজুর লিমন, মোতালেব ভূঁইয়া, বোরহান উদ্দিন, হিল্লোল বড়ুয়া, ডেনমার্ক যুবলীগ সভাপতি জামিল আখতার কামরুল, ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট, হুমায়ুন কবির নিরুসহ অন্যরা।
সভায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাওসার আহমেদ সুমন, কবির আহমেদ, মোহাম্মদ ইউসুফ, ফাহমিদ আল মাহিদ, আমির হোসেন, রেজাউল করিম, আবদুল্লাহ আল জাহিদ, খাদিজা খাতুন মিনি, ফয়সাল আহমেদ, কিশোর দেবনাথ, মাহফুজুর রহমানসহ আরও অনেকে।
নিউজওয়ান২৪.কম/একে