NewsOne24

বৃহন্নলার পুরস্কার বাতিল: জালিয়াতির শাস্তি পাবেন পরিচালক মুরাদ

শোবিজ ডেস্ক

নিউজওয়ান24.কম

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ১৭ এপ্রিল ২০১৬ রোববার | আপডেট: ০১:২৮ পিএম, ১৮ মে ২০১৬ বুধবার

বৃহন্নলা ছবির পোস্টার ও পরিচালক মুরাদ   -ফাইল ছবি

বৃহন্নলা ছবির পোস্টার ও পরিচালক মুরাদ -ফাইল ছবি

শেষ পর্যন্ত নকল তথা চৌর্যবৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘বৃহন্নলা’ চলচ্চিত্র সূত্রে দেওয়া তিনটি জাতীয় পুরস্কারই বাতিল করা হচ্ছে।

এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কর্তৃপক্ষ।

এ সিদ্ধান্ত শুধু পুরস্কার বাতিলেই সীমিত থাকছে না। তথ্য মন্ত্রণালয় সূত্র মতে, নকল কাহিনীর সিনেমা বৃহন্নলা পরিচালক মুরাদ পারভেজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে।

তথ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহন্নলার বিরুদ্ধে নকলের অভিযোগ সত্য প্রমাণ হওয়ার পর ছবিটিকে দেওয়া সেরা চলচ্চিত্র, সেরা কাহিনিকার ও সেরা সংলাপ রচয়িতা বিভাগের সব পুরস্কারই বাতিল করা হয়েছে।
মন্ত্রিপরিষদে​র সভায় সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় সূত্র।

সরকারি ঢাকায় (অনুদানে) নির্মিত মুরাদ পারভেজের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ‘বৃহন্নলা’র মূল কাহিনি পশ্চিমবঙ্গের জনপ্রিয় সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ছোটগল্প ‘গাছটি বলেছিল’ থেকে নেওয়া। কিন্তু মুরাদ পারভেজ তা স্বীকার না করে নিজেকেই বৃহন্নলার কাহিনিকার হিসেবে তুলে ধরেছেন। পরবর্তীতে এ নিয় কথা শুরু হলেও সত্য স্বীকার করেননি। এমনকি পুরস্কার ঘোষণার পর থেকে এ নিয়ে পত্রপত্রিকায় বিস্তর লেখালেখি হলেও কাহিনী যে চুরি করা তা স্বীকার করেননি মুরাদ।

একপর্যায়ে মুরাদ দাবি করেন তিনি মুস্তাফা সিরাজের কাহিনীটা তিনি আগে পড়লেও বৃহন্নলার কাহিনী নকল না। হাস্যকর এ দাবির পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলে মুখরোচক সমালোচনা।

এদিকে, বৃহন্নলার পুরস্কার বাতিল করায় দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পথিকের ‘নেক্কাবরের মহাপ্রয়াণ’ হতে যাচ্ছে এ দফার সেরা চলচ্চিত্র। আর ‘মেঘমল্লার’ ছবির জন্য সেরা কাহিনিকার নির্বাচিত হতে যাচ্ছেন আখতারুজ্জামান ইলিয়াস এবং একই ছবির জন্য জাহিদুর রহিম অঞ্জন পাবেন সেরা সংলাপ রচয়িতার পুরস্কার।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, মৌলিক গল্পের ছবিকেই দেওয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বৃহন্নলার ক্ষেত্রে মুরাদ পারভেজ অন্যের গল্প নিজের নামে চালিয়ে দিয়েছেন, যা জালিয়াতি। এর জন্য তাকে শাস্তি পেতে হবে। সরকারি অনুদান নিয়ে এমন কাজ করা গর্হিত অপরাধ।

এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যয়নি মুরাদ পারভেজকে।

নিউজওয়ান২৪.কম/আরকে