এমবাপ্পেকে কিনতে চায় না বার্সেলোনা কোচ
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৩:১৪ পিএম, ২১ অক্টোবর ২০১৭ শনিবার | আপডেট: ০৯:০৬ এএম, ২২ অক্টোবর ২০১৭ রোববার
ফাইল ছবি
বার্সা শিবিরের গরম খবর, দলে ভেড়ানো হতে পারে ফ্রান্সের উঠতি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। এ নিয়ে গণমাধ্যমেও চলছে আলোচনা। এমবাপ্পে নিজেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সায় নাম লেখানোর আগ্রহ দেখিয়েছেন। কিন্তু বার্সার কোচ আর্নেস্তো ভালভার্দে এমন খবর নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এমবাপ্পেকে কেনার কোনো আগ্রহ বার্সার নেই ছিলও না।
ভালভার্দে বলেছেন, ‘আমি শুনেছি এ নিয়ে অনেক কথা হচ্ছে। অনেক খেলোয়াড়কে নিয়েই কথা হয়। কিন্তু আমার জ্ঞান বলে, আমরা কখনই তাকে (এমবাপ্পে) কিনতাম না; কোনোভাবেই চুক্তি করতাম না।’
১৮ বছর বয়সী সাবেক মোনাকোর এই ফুটবলার পিএসজিতে নেইমারের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে মাঠে গড়েছেন জুটি। এমন সময় বার্সা শিবিরে যোগ দেওয়ার আগ্রহ দেখান এমবাপ্পে। তার পরপরই খবর প্রকাশিত হয়, নেইমারকে ছেড়ে মেসির সঙ্গে যোগ দিচ্ছেন এই ফ্রান্সের তারকা।
এমন সময় বার্সা কোচের মন্তব্য এমবাপ্পের ভরা বেলুনে যেন সুঁই ফুটিয়ে দিল। দলে যারা আছে, তাদেরকে নিয়েই লড়াই করতে চান ভালভার্দে। বলেছেন, ‘আপনাকে অবশ্যই দলবদলের বাজারের দিকে নজর দিতে হবে। আমি মনে করি আমার দলে এখন যারা আছে তাদের নিয়েই চলবে। আমি এসব খেলোয়ায়াড়কে নিয়েই কাজ করতে চাই।’
নেইমার বার্সা ছাড়ার পর বেশকিছু ফুটবলারের উপর চোখ রাখে বার্সা ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত দলে ভেড়ায় ডেম্বেলেকে।